নিজস্ব প্রতিবেদক
পদ্মায় ডুবলো ফেরি, অল্পের জন্য প্রাণে বাঁচলো ২২ গাড়ির যাত্রী

ডুবে যাওয়া ফেরি
মুন্সিগঞ্জে পদ্মার শিমুলিয়া ঘাট এলাকায় যানবাহন পারাপার করা একটি ডাম্ব ফেরি ডুবে গেছে। জানা গেছে, রানীগঞ্জ নামের ওই ফেরিটিতে ২২টি গাড়ি ছিলো।
শিমুলিয়া থেকে ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ফাঁটলের সৃষ্টি হয়। আজ (সোমবার) দুপুর একটার দিকে ফেরিটি পুরো ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ।
বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, গত রাত ১২টার দিকে ডাম্প ফেরি রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময় নদী খননের ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় এটির তলা ফেটে যায়। রাত ৪টার দিকে ফেরিটি দ্রুত বাংলাবাজার ঘাটে এনে যানবাহন নামিয়ে নোঙর করে রাখা হয়। ভেতরে পানি প্রবেশ করে পুরো ফেরিটি ডুবতে থাকে। ফাঁটলটি প্রাথমিক পর্যায়ে ছোট হওয়ায় বড় দুর্ঘটনা ঘটেনি বলে জানানো হয়।
বিআইডব্লিউটি’র জিএম মো. আশিকুজ্জান জানান, ডুবে যেতে থাকা ফেরি থেকে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার এবং পণ্যবাহী ট্রাক আগেই দ্রুত নামিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
তিনি জানান, ডুবন্ত ফেরি উদ্ধারে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ তলব করা হয়েছে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন