Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ৮ ডিসেম্বর ২০২০

কক্সবাজারে পাঠানো হয়েছে সিলেটে আটক রোহিঙ্গাদের

আটককৃত  রোহিঙ্গারা

আটককৃত রোহিঙ্গারা

সিলেটের কদমতলী থেকে আটক ১৪ রোহিঙ্গাকে কক্সবাজার ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সোমবার রাতে সিলেট থেকে তাদেরকে কক্সবাজারের উদ্দেশ্যে পাঠানো হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত রোববার দুই মানবপাচারকারীসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করে র‍্যাব-৯। আটককৃত রোহিঙ্গা নাগরিদের মধ্যে ৪ পুরুষ, ৩ নারী ও ৭ শিশু রয়েছেন।

আটক রোহিঙ্গারা হলেন কক্সবাজারের উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমান, মো. সিরাজ, সৈয়দ নুর, যোবায়ের আহমেদ সৈয়দ, জহুরা বেগম, মো. ইদ্রিছ, মো. জুনাইদ, ইফনুছ, মো. মোস্তফা, নুর আয়শা বেগম, মফিজুর রহমান, সৈয়দুর রহমান, আজিজুর রহমান ও খোশনামা বেগম। 

পুলিশ কর্মকর্তা আশরাফ উল্ল্যাহ তাহের জানান, আটক রেহিঙ্গাদের বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক সাতজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে রোহিঙ্গাদের কক্সবাজারে পাঠাতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ