মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঘন কুয়াশায় দৌলতদিয়ায় আজও বন্ধ ফেরি চলাচল

ফাইল ছবি
কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজও বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। ফলে নদী পারের অপেক্ষায় প্রায় ৬ কিলোমিটারজুড়ে শত শত যানবাহন।
এছাড়া ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, যা আজ সকাল পর্যন্ত রয়েছে।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ের সড়কে কয়েক শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকা পড়েছে। শীতের মধ্যে সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, যানবাহনের চালক ও হেলপাররা।
কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখাগেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, ‘কুয়াশার কারণে নদীতে কিছু দেখা না যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।’
ফেরি চলাচল স্বাভাবিক হলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে বলেও তিনি জানান।
আইনিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন