Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ৯ ডিসেম্বর ২০২০

৯৯৯-এ ফোন, উঁচু ঘেঁষা গাছ থেকে কাক উদ্ধার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীতে হাই ভোল্টেজ বৈদ্যুতিক সঞ্চালন লাইন ঘেঁষা উঁচু গাছ থেকে সুতোয় আটকানো একটি কাক উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তারা এ উদ্ধার কাজ পরিচালনা করেন।

আজ (বুধবার) সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে কাকটি উদ্ধার করা হয়। পরে কাকটিকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়ার জন্য খবর দেওয়া যুবক উজ্জ্বল হোসেনের তত্ত্বাবধানে দেয়া হয়।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার লতিফুর বারী বলেন, নগরীর লক্ষ্মীপুর এলাকায় রূপালী ব্যাংকের সামনের গাছে কোনো এক সময় সুতোর সঙ্গে একটি কাক আটকা পড়ে। কাকটি অনেক চেষ্টা করে নিজেকে মুক্ত করতে পারছিল না। সে যতই চেষ্টা করছিল ততই সুতোর সঙ্গে আটকে যাচ্ছিল। সকালে হঠাৎ করে ওই এলাকার উজ্জ্বল হোসেনের চোখে পড়ে কাকটির অসহায়ত্ব। তিনি কাকটি উদ্ধারের জন্য প্রথমে ৯৯৯-এ ফোন দেন।

এরপর সেখান থেকে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর চলে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আটকে পড়া ওই কাকটিকে উদ্ধার করে।

উদ্ধারের পর রাজপাড়া থানা পুলিশে মাধ্যমে কাকটিকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য খবরদাতা উজ্জ্বল হোসেনের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। 

চিকিৎসা শেষে কাকটিকে ছেড়ে দেয়ার কথা বলা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ