Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ৯ ডিসেম্বর ২০২০

রংপুরে উন্মোচিত হলো বেগম রোকেয়ার ভাস্কর্য

বেগম রোকেয়ার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’

বেগম রোকেয়ার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’

নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে তার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’ এর উন্মোচন করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় রংপুর নগরীর শালবন ইন্দ্রা মোড়ে ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এর ভাস্কর অনীক রেজা। এ সময় রোকেয়া কলেজের বেশ কয়েকজন শিক্ষক সংস্কৃতিককর্মীসহ বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাস্কর্যটি রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) অর্থায়নে নির্মাণ করা হয়েছে। রসিক সূত্রে জানা যায়, ‘আলোকবর্তিকা’ ভাস্কর্যটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে। এটির উচ্চতা মাটি থেকে ২০ ফুট। এর মধ্যে শুধু পাথর-কংক্রিট থেকে বেরিয়ে আসা রোকেয়ার প্রতিকৃতি লম্বায় প্রায় ১২ ফিট।

আর বেদির চারদিক জুড়ে পঞ্চাশ স্কয়ার ফিট। পাথরের ভেতর থেকে সমাজ পরিবর্তনে শিক্ষার শক্তি নিয়ে বেরিয়ে আসা রোকেয়ার এই ভাস্কর্যটিতে জন্ম-মৃত্যু সন উল্লেখসহ তার লেখা কিছু বই ও বাণী রয়েছে। যার মধ্যে অবরোধবাসিনী, মতিচুর, পদ্মরাগ, সুলতানার স্বপ্নসহ কিছু বইয়ের পাথররুপ নজর কাড়বে। এছাড়া রাতের রূপ দেখতে ভাস্কর্যটির চারপাশে লাইটও লাগানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ