কুমিল্লা প্রতিনিধি
আপডেট: ১৩:৪৫, ১০ ডিসেম্বর ২০২০
কুমিল্লায় উপজেলার নির্বাচনে সাংবাদিকদের উপর হামলা

ছবি: সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরিষদের উপ-নির্বাচনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় সাংবাদিকসহ ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার দুলালপুর কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিকরা।
হামলায় সাংবাদিকদের তাদের দু'টি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া আনারস প্রতীকের এজেন্টও আহত হন।
আহতরা হলেন-সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু, আশিকুর রহমান, জহিরুল হক বাবু, বাপ্পি, বিপ্লব এবং আনারস প্রতীকের এজেন্ট কিশোর সরকার ও মনির হোসেন।
আহতদের অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকরা সাংবাদিকদের উপর এই হামলা চালিয়েছেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী মাহফুজ নান্টু। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ বলেও জানান তিনি।
আহত সাংবাদিক জহিরুল হক বাবু জানান, আমরা দুলালপুর কেন্দ্রে যাবার সময় ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। তারা প্রথমে আমাদের গাড়ি ভাঙচুর করে। পরে আমাদের উপর হামলা করে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার বিষয়টি জেনেছি। দুলালপুর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ দিকে এসব বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আইনিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন