দিনাজপুর প্রতিনিধি
আপডেট: ২৩:৩৬, ১৫ ডিসেম্বর ২০২০
সীমান্ত এলাকায় প্রবাসীর হাত কাটা লাশ উদ্ধার

ফাইল ছবি
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বেলাল হোসেন (৩৬) নামে কাতার প্রবাসী এক বাংলাদেশি নাগরিকের হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া সীমান্তের মীরপুর জলেশ্বরী এলাকার ৩০১ মেইন পিলারের ১৪ সাব পিলারের বাংলাদেশ অভ্যন্তর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার মীরপুর জলেশ্বরী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি ৪ বছর ধরে কাতারে ছিলেন। দেড় মাস আগে তিনি বাংলাদেশে আসেন।
পুলিশ জানায়, অজ্ঞাত কারণে বাড়ি থেকে বের হন বেলাল হোসেন। রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার বাম হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তার বড় ভাই খলিলুর রহমান বলেন, বুধবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয় বেলাল। এরপর আর বাড়ি ফেরেনি। পরদিন বৃহস্পতিবার ভোরে জানতে পারে জলেশ্বরী সীমান্ত এলাকায় তার লাশ পড়ে আছে।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন