Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ১১ ডিসেম্বর ২০২০

নানাবাড়িতে বেড়াতে এসে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে আগুনে দগ্ধ হয়ে মারা গেলো ৫ বছরের শ্রাবন্তি। নড়াইলের কালিয়া উপজেলায় এ ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে মিশান শেখের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া শ্রাবন্তী খুলনা জেলার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, শ্রাবন্তী বৃহস্পতিবার সকালে তার মায়ের সঙ্গে রাজাপুর গ্রামে নানা মিশান শেখের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন রাতে শ্রাবন্তিকে ঘুম পাড়িয়ে মা শাহিনুর বেগম অন্যদের সঙ্গে পাশের একটি ঘরে টিভি দেখছিলেন।

রাত ১০টার দিকে বাতাসে পোড়া গন্ধ ছড়ালে শাহিনুর বেগমসহ বাড়ির লোকজন টিভির ঘর থেকে বের হয়ে দেখেন আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ওই ঘরে ঘুমিয়ে থাকা শ্রাবন্তিও পুড়ে মারা যায়।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কালিয়া আঞ্চলিক অফিসের ডিজিএম মো. মমিনুর রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, বিদ্যুতের অয়ারিংসহ বসতঘরটি পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় করা সম্ভব না। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ