Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ১১ ডিসেম্বর ২০২০

হাতির বিরুদ্ধে জিডি!

ফাইল ছবি

ফাইল ছবি

ঘর থেকে উঠানে বেরিয়ে একটি হাতি দেখে চিৎকার দিয়ে ওঠেন মর্তুজা বেগম নামে এক বৃদ্ধা। এ সময় হাতিটি তাকে আক্রমণ করে। পরে লোকজন এগিয়ে এলে হাতিটি জঙ্গলে চলে যায়।

মর্তুজাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এই ঘটনাটি ঘটেছে মর্তুজাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

এদিকে এই ঘটনায় হাতির বিরুদ্ধে চকরিয়া থানায় জিডি করেছেন মর্তুজা বেগমের ছেলে রেজাউল করিম।

এক প্রত্যক্ষদর্শী জানান, হাতিটি ছোটাছুটি শুরু করলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষের তাড়া খেয়ে ওই হাতি পুচ্ছলিয়া পাড়ার জঙ্গলে ঢোকে। হাতি লোকালয়ে ঢুকে পড়ার খবরে বনবিভাগ, সাফারি পার্ক কর্তৃপক্ষ ও পুলিশ সেখানে পৌঁছায়। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) দুপুরে হাতিটিকে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে নিয়ে যায়।

চুনতি বণ্যপ্রাণী অভয়ারণ্য থেকে হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে আসে। ভোর হওয়ার আগে দলের বাকিরা ফিরে গেলেও হাতিটি দলছুট হয়ে থেকে যায় বলে ধারণা করছেন মাজহারুল ইসলাম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ