Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ১২ ডিসেম্বর ২০২০

গভীর রাতে পাহাড় কাটার সময় ধসে শ্রমিক নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার সদরের খুরুশ্কুলে গভীর রাতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে রাহমত উল্লাহ (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। নিহত শ্রমিক রাহমত উল্লাহ তেতৈয়া দক্ষিণ পাড়ার আলতাজের ছেলে।

খুরুশকুল ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দীন জানান, খুরুশকুলের তেতৈয়া দক্ষিণপাড়ার বেলালের পয়েন্টে পাহাড় কেটে মাটি পাচার করতে গিয়ে পাহাড় ধসে ওই শ্রমিক নিহত হয়েছে।

মো. জসিম উদ্দীন জানান, খুরুশ্কুলে প্রশাসনিক বাধা থাকায় পাহাড়খেকোরা রাতের আঁধারেই পাহাড় কাটছে। এতে পাহাড় ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।

এনভায়রন পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ জানান, খুরুশকুল ও পিএমখালী ইউনিয়নে ২০টি পয়েন্টে নির্বিচারে পাহাড় কাটা হলেও পরিবেশ অধিদপ্তরের কার্যকর কোনো ব্যবস্থা নেই। হাতেগোনা ১০/১৫ জন ব্যক্তি বছরের পর বছর ধরে অর্ধশতাধিক পাহাড় কেটে শেষ করে আসলেও পরিবেশ অধিদপ্তর শুধুমাত্র নোটিশ দিয়েই দায়িত্ব শেষ করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ