Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ১২ ডিসেম্বর ২০২০

নিখোঁজের ৪ দিন পর পাওয়া গেল লাশ

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের স্যুইচ গেটের কাছে নৌকা উল্টে নিখোঁজের চারদিন পর হেলাল উদ্দিন (২৫) নামের এক জেলের লাশ ভেসে উঠেছে।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার চর ধুবনী এলাকার লাশটি ভাসতে থাকলে স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ ।

এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে গিয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ হেলাল উদ্দিন (২৫) হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দোয়ানী গ্রামের মকবুল হোসেন ছেলে।

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, নিখোঁজের চারদিন পর মরদেহ নদীতে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ