Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ১২ ডিসেম্বর ২০২০

চোরাচালানের সময় সোয়া দুই কোটি টাকার রক্ত চন্দন কাঠ উদ্ধার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গী থেকে চোরাচালানের সময় ৩৮৪ কেজি রক্ত চন্দন কাঠ উদ্ধারসহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার করা এ চন্দন কাঠের বাজারমূল্য সোয়া দুই কোটি টাকা বলে জানানো হয়েছে।

বিশেষ অভিযান চালিয়ে আজ (শনিবার) বিকাল ৫টায় ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১। 

গ্রেফতার নাজমুল হোসেন (২৩) যশোর জেলার বেনাপোলের সাং-স’মিল পট্টির তরিকুল ইসলামের ছেলে। সে পেশায় ট্রাকচালক। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বিষয়টি জানান।

তিনি জানান, গ্রেফতার নাজমুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে- সে ট্রাক চালানোর পাশাপাশি চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে চোরাইকৃত রক্ত চন্দন কাঠ অবৈধ পথে দেশে নিয়ে এসে অসাধু ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে। 

উদ্ধার করা চন্দনকাঠগুলো রাজধানীর অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রির কথা ছিল। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ