নিজস্ব প্রতিবেদক
বেগমগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে গুলি

প্রতীকী চিত্র
নোয়াখালীর বেগমগঞ্জে রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা মো. বাহার উদ্দিনকে (৫৫) গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় বাহার উদ্দিনকে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাহার উদ্দিন অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় সন্ত্রাসী হৃদয় পিস্তল থেকে গুলিটি ছুড়েছেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হৃদয়ের সঙ্গে থাকা হামলাকারীরা পালিয়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন বলেন, বাহার উদ্দিনের ডান পায়ের উরুতে গুলি লেগেছে। গুলিটি মাংস ভেদ করে বেরিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তার অবস্থা শঙ্কামুক্ত। রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. শাহ ইমরান জানান, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। কে বা কারা কী কারণে গুলি করেছে পুলিশ তা উদঘাটন করছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন