জেলা প্রতিনিধি
আপডেট: ২৩:১১, ১৫ ডিসেম্বর ২০২০
স্কুলছাত্র ফাহিম নিখোঁজ

সংগৃহীত ছবি
সাইকেল চালাতে গিয়ে আর বাসায় ফেরেনি স্কুলছাত্র ফাহিম মোরশেদ। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে কারাগারের কোয়ার্টার থেকে সে সাইকেল নিয়ে বের হয়। এখনো তার খোঁজ পাওয়া যায়নি।
ফাহিম লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা কবির হোসেন লক্ষ্মীপুর জেলা কারাগারের কারারক্ষী। ছেলের খোঁজ পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন বাবা কবির হোসেন। বিকেল থেকে কারাগারের পার্শ্ববর্তী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে ফাহিমের খোঁজে মাইকিং করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কোয়ার্টার থেকে বের হয়ে ফাহিম কারাগারের পশ্চিম পাশের সড়কে সাইকেল চালাচ্ছিল। হঠাৎ করেই তাকে আর ওই সড়কে দেখা যায়নি। পরে সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। সদর থানা পুলিশের সহযোগীতার জন্য নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু রাত হয়ে গেলেও কোথাও ফাহিমের সন্ধান মেলেনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, কারারক্ষী কবির তার ছেলের নিখোঁজ ডায়েরি করেছেন। ছেলেটিকে খুঁজে পেতে সবরকমের চেষ্টা করা হচ্ছে।
ফাহিমের বাবা কবির হোসেন জানান, বাসা থেকে সাইকেল চালানোর উদ্দেশ্যে ফাহিম বের হয়েছিলো। এসময় তার পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিল। তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। ফাহিমের সন্ধান পেলে ০১৮৭৬০০০১৮০ ও ০১৮১৩৬৫৭১৭০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
অইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন