Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:১৩, ১৫ ডিসেম্বর ২০২০

স্বপ্ন ছুঁই ফাউন্ডেশন ৪০০ শীতার্ত মানুষের পাশে

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাভারের চারশ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বপ্ন ছুঁই ফাউন্ডেশন।

শনিবার (১২ ডিসেম্বর) বিকালে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লায় অবস্থিত জাহাঙ্গীরনগর সোসাইটি ল্যাবরেটরি স্কুলে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় স্বপ্ন ছুঁই ফাউন্ডেশনের উদ্যোগে চারশ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারা।এছাড়াও স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে শিশু বাচ্চাদের মাঝে চায়ের ফ্ল্যাক্স, মাস্কের বক্স ও কাপ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) নির্মল কুমার সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন মোল্লা।

ফাউন্ডেশনের সভাপতি শিবলী মোস্তফা খান বলেন, আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। এর মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করি। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, রক্তদান ও অসহায় শিশুদের নিয়ে কাজ করাসহ তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ