নিজস্ব প্রতিবেদক
হাওয়াই মিঠায়ের ভেতরে ইয়াবা দিয়ে স্ত্রীকে পুলিশে ধরিয়ে দেন স্বামী!

সংগৃহীত ছবি
হাওয়াই মিঠায়ের ভেতরে কৌশলে ইয়াবা ঢুকিয়ে দিয়ে স্ত্রীর হাতে দিয়ে নিজে সটকে পড়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে পুলিশের হাতে স্ত্রী শামসুন্নাহার তারা ধরা পড়লেও স্বামী জিহাদুল ইসলাম জনি সটকে পড়েন।
আজ (রবিবার) গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের নশরতপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে গৃহবধু শামছুন্নাহার বেগম তারা।
তিনি এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের কাছে এর প্রতিকার ও দোষী জিহাদুল ইসলাম জনির শাস্তি দাবি করেন।
হয়রানির শিকার শামছুন্নাহার বেগম তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০১৮ সালের ২মে পরিচয়ের সূত্র ধরে পারিবারিকভাবে গাইবান্ধা পৌর এলাকার পলাশপাড়ার বাবু মিয়ার ছেলে জিহাদুল ইসলাম জনির সঙ্গে যৌতুক না নেওয়ার শর্তে ৪ লাখ টাকা দেনমোহরে তার বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামী জনি ৪ লাখ যৌতুক দাবি করে। এতে অস্বীকৃতি জানালে শামছুন্নাহার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। উপরন্তু জনি যৌতুক না পেলে তার সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা না হওয়ায় ২০১৮ সালের ১৬ জুলাই ঢাকা সাভারের চিফ জুডিশিয়াল ও আমলী আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন শামছুন্নাহার তারা। মামলা করায় জনির পরিবারের লোকজন শামছুন্নাহারের বাবা বাড়িতে হামলা করে। এ নিয়ে তারার মা সদর থানায় একটি জিডি করেন।
কিন্তু মামলা মীমাংসার কথা বলে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি স্বামী জনি তাকে গাইবান্ধা শহরে ডেকে নেয়। এ সময় জনি পৌরপার্কে সুকৌশলে হাওয়াই মিঠাইয়ের ভেতর ইয়াবা রেখে তা শামছুন্নাহার বেগম তারার হাতে ধরিয়ে দিয়ে সটকে পড়ে। পরে ডিবি পুলিশ তাকে ২-৩ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে মাদক মামলায় তিনি একমাস জেল খেটে জামিনে মুক্তি পান।
ভুক্তভোগী শামছুন্নাহার বলেন, জামিন নিয়ে ফিরে আসার পর পুলিশের তদন্ত কর্মকর্তারা তাকে জানায় তার স্বামী জনি, তার প্রথম স্ত্রী মনিষা বেগম, তার বোন হাসনা বেগম ও তার স্বামী মিলন মিয়া, শ্যালক পিন্টু মিয়া মিলে তাকে কৌশলে ইয়াবা দিয়ে মাদক মামলায় ফাঁসিয়েছে। তাই তিনি এই ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে শামছুন্নাহার বেগম তারার মা নুরজাহান বেগম উপস্থিত ছিলেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন