Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

পঞ্চগড় সংবাদদাতা

প্রকাশিত: ১৪:০৭, ১৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:১১, ১৫ ডিসেম্বর ২০২০

সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস তেতুঁলিয়ায়

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

আজ (মঙ্গলবার) এ তথ্য জানা গেছে।

রাসেল শাহ বলেন, পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কনকনে বাতাস ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে রাত গভীর হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ঝরছে ইলশে গুঁড়ির মতো কুয়াশা। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে।  

এদিকে দেখা গেছে, গরম কাপড়ের অভাবে অনেক নিম্ন আয়ের মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। তারা দ্রুত সরকারি বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

শীত থেকে একটু বাঁচার জন্য রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে। কুয়াশা থাকায় দিনের বেলা রাস্তায় হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ