জেলা প্রতিনিধি
আপডেট: ১৬:৩৬, ১৫ ডিসেম্বর ২০২০
গৃহবধূকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় স্বামীর পা ভেঙে দিল

সংগৃহিত ছবি
মাদারীপুরের কালকিনি উপজেলায় গৃহবধূকে কুপ্রস্তাবের ঘটনার প্রতিবাদ করায় বাচ্চু সরদার (৩৫) নামে এক প্রতিবন্ধী স্বামীকে রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে বখাটে।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্র এ তথ্য জানায়।
এর আগে সোমবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাচ্চু সরদার একই এলাকার কাদের সরদারের ছেলে। গুরুতর আহত স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের কাদের সরদারের প্রতিবন্ধী ছেলে বাচ্চু সরদারের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল পার্শ্ববর্তী পশ্চিম আলীপুর গ্রামের শিরাজ বেপারির বখাটে ছেলে হালান বেপারি।
এ বিষয়টি স্বামী বাচ্চু সরদারকে অবহিত করেন স্ত্রী। পরে প্রতিবাদ করায় প্রতিবন্ধী বাচ্চু সরদারকে একা পেয়ে সোমবার দুপুরে হালান বেপারি রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় এবং তাকে গলাটিপে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হালান বেপারি পালিয়ে যায়। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বাচ্চুর বড়ভাই বোরহান সরদার বলেন, আমার ভাই বাচ্চু একজন বোবা প্রতিবন্ধী মানুষ। আমার ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় হালান কুপ্রস্তাব দেয়। এ বিষয়টি জেনে আমার ভাই প্রতিবাদ করায় তাকে পিটিয়ে পা ভেঙে দিয়ে হত্যাচেষ্টা চালায় হালান। আমরা কালকিনি থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
আহত বাচ্চুর স্ত্রী বলেন, কুপ্রস্তাবের বিষয়টি আমার স্বামীকে আমি প্রথমে জানাই। তিনি এ বিষয়ে প্রতিবাদ করায় তার পা ভেঙে দিয়েছে হালান। আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত হালান বেপারি ঘটনা অস্বীকার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন