Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ১৫ ডিসেম্বর ২০২০

জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকার আর নেই

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি ও বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকার (৮২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এফআর সরকার।

তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের মৃত মুনছুর আলী সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এফআর সরকার বাংলাদেশে প্রায় ৪৫ বছর ধরে মহাকাশবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘের সঙ্গে কাজ করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে মহাকাশের শূন্য অভিকর্ষ অনুধাবন করেন। এছাড়া শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা নিয়ে উৎসাহিত করতে কাজ করেন। এজন্য যমুনার কোলঘেঁষা এনায়েতপুরে মহাকাশ ভবন নির্মাণ করেন। প্রায় দুই যুগ ধরে বিশ্ব মহাকাশ সপ্তাহ পালনে বাংলাদেশের মূল অনুষ্ঠান এনায়েতপুরে উদযাপন করেন।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এই জ্যোতির্বিজ্ঞানী। এছাড়া এনায়েতপুর উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ