কক্সবাজার প্রতিনিধি
নির্মাণ করা হলো বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বালির ভাস্কর্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সর্ববৃহৎ বালির ভাস্কর্য
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নির্মাণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সর্ববৃহৎ বালির ভাস্কর্য। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতার বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এক দল শিল্পী এই বালির ভাস্কর্য তৈরি করেন।
মহান বিজয় দিবসে বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন ও আকাশে ১০০ কবুতর উড়িয়ে ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১০ শিক্ষার্থী এক সপ্তাহে ভাস্কর্যটি নির্মাণ করেছেন।
ভাস্কর্য নির্মাণ দলের প্রধান শিল্পী কামরুল ইসলাম শিপন বলেন, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্মিত ভাস্কর্যটির উচ্চতা ৬ ফুট এবং প্রস্থ ১৪ ফুট।
বালি দিয়ে তৈরি এটি এ যাবৎকালে দেশে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ভাস্কর্য উল্লেখ করে তিনি আরও বলেছেন, ভাস্কর্যটি ৩১ ডিসেম্বর পর্যন্ত সৈকতে রাখা হবে। এরপর জেলা প্রশাসন ভাস্কর্যটি সরিয়ে নিবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন গণমাধ্যমকে বলেছেন, কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্যের প্রতি যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে বিশ্বের দীর্ঘতম সাগর সৈকতে বঙ্গবন্ধুর বৃহৎ বালির ভাস্কর্য তৈরি করে কক্সবাজারবাসী এই বার্তা দেশবাসীকে দিতে চায় যে— পৃথিবী যতদিন আছে ততদিন জাতির পিতার অস্তিত্ব থাকবে।
এদিকে, সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের আরেক অংশে কক্সবাজার আর্ট ক্লাবের সদস্যরা নির্মাণ করছে বালির পদ্মা সেতুর ভাস্কর্য।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন