Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ১৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৪৭, ১৭ ডিসেম্বর ২০২০

বাল্য বিয়ে করে বরখাস্ত হলেন ইউপি চেয়ারম্যান

সংগৃহীত

সংগৃহীত

বাল্য বিয়ে করায় কুড়িগ্রামের উলিপুরে একজন চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জন্ম তারিখ পরিবর্তন করে ৯ম শ্রেণি পড়ুয়া কিশোরীকে বাল্য বিয়ে করার অপরাধে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করে।

উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব সরকারকে মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন এ আদেশ দেন বলে জানা গেছে।

গত ১ নভেম্বর ৪৫ বছর বয়সী ওই চেয়ারম্যান, জন্ম তারিখ জালিয়াতির মাধ্যমে একই ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধি ওসমান গনি সরকার ওরফে বাচ্চুর ৯ম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে বিয়ে করেন। ওই ছাত্রী বকশীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বাল্য বিয়ের এই খবরটি বিভিন্ন মাধ্যমে প্রকাশ হলে, দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করে সত্যতা পান।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বৃহস্পতিবার জানান, তিনি আদেশটি অনলাইনে পড়েছেন। তাকে সাময়িক বরখাস্ত করে, কারণ দর্শানোর আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারের বহিষ্কার আদেশ পাওয়ার কথা স্বীকার করেছেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ