Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৪, ১৮ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ার এবার বিপ্লবী বাঘাযতীনের ভাস্কর্য ভাঙচুর

সংগৃহীত

সংগৃহীত

কিছুদিন আগে কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য  ভেঙে ফেলা হয়েছিল। এই ঘটনায় সারাদেশে চলছে বিক্ষোভ। এই আন্দোলনের মধ্যেই এবার ব্রিটিশবিরোধী বিপ্লবী বাঘাযতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া গ্রামে কয়া মহাবিদ্যালয়ের (কলেজ) প্রধান ফটকের সামনের সড়কের পাশে স্থাপিত ভাস্কর্যটিতে ভাঙচুর চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউল হক স্বপন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খান ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

ইউএনও রাজীবুল ইসলাম খান বলেন, কয়া কলেজ চত্বরে ২০১৬ সালের ৬ ডিসেম্বর নির্মিত বিপ্লবী বাঘাযতীনের আবক্ষ ম্যুরালটির মুখের ডানপাশ এবং নাকের ওপর আঘাত করে কে বা কারা রাতের আঁধারে ভেঙেছে। শুক্রবার সকালে স্থানীয়রা দেখার পর বিষয়টি জানাজানি হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা ছিলেন বাঘাযতীন। এই কয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

একাই বাঘের সঙ্গে লড়াই করে বাঘ হত্যা করেছিলেন বলে তিনি বাঘাযতীন নামে পরিচিত পেয়েছিলেন। তার স্মৃতিকে ধরে রাখতে গ্রামের মহাবিদ্যালয়ের সঙ্গে ভাস্কর্য নির্মাণ করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ