Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ১৮ ডিসেম্বর ২০২০

বাংলাদেশি সেজে ইয়াবা পাচারকালে ২ রোহিঙ্গা গ্রেফতার

ফ্রেফতার রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

ফ্রেফতার রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

বাংলাদেশি সেজে ইয়াবা পাচারের সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নতুন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই তরুণ মো. রফিক (১৯) ও মো. ফারুক (১৮) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মাদক বেচাকেনার খবরে নতুন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতর বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে পায়ুপথ দিয়ে মোট দুই হাজার ৩৫০ ইয়াবা বের করে আনা হয়। পুলিশের চোখ ফাঁকি দিতে বিজয় দিবসে বাঙালির বেশে ইয়াবা পাচারে বের হয়েছিলেন তারা।

ওসি বলেন, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিলেন বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

গ্রেফতারের পর দুই রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই সময়ের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ