Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ১৮ ডিসেম্বর ২০২০

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: আটক ৪

সংগৃহীত

সংগৃহীত

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট চারজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন কয়া বাঘা যতীন ডিগ্রি কলেজের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাড. নিজামুল হক চুন্নু, অধ্যক্ষ হারুনর রশিদ ও নৈশ প্রহরী খলিলুর রহমান। তাদের জিজ্ঞাসাবাদের পর কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানকে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ মাসের শুরুর দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পর সংসদ সদস্যদের উপস্থিতিতে জেলা প্রশাসন, পুলিশসহ প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, যেখানেই ভাস্কর্য আছে তার নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনসহ সব রকম ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এখানে বাঘা যতীনের আবক্ষ ভাস্কর্যটি আছে সেটা আমাদের জানানো হয়নি। সে কারণে কলেজ কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না।

আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া গ্রামে কয়া মহাবিদ্যালয়ের (কলেজ) প্রধান ফটকের সামনের সড়কের পাশে স্থাপিত ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ