Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৪, ১৯ ডিসেম্বর ২০২০

যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা: নিহত বেড়ে ১২

সংগৃহীত

সংগৃহীত

জয়পুরহাটে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫ জন।

শনিবার সকাল ৭টার দিকে সদরের পুরানাপৈল রেলগেটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসকের পক্ষে থেকে নিহতদের দাফন-কাফনের ব্যবস্থা ও আহতদের চিকিৎসার সহযোগিতা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল।

অপরদিকে জয়পুরহাট থেকে হিলি যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে লাইনের উপর বাসটি ওঠামাত্রই ট্রেনটির মুখোমুখি ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পথে ১২ জনের মৃত্যু হয়। আহত ৬ জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত ৫ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে গাড়ি হেলপারের মৃত্যু হয়। হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে।  তারা হলেন- জেলার পাঁচবিবির আটুল গ্রামের আলতাব হোসেনের দুই ছেলে বাবু (৩০), রাব্বি (১৮), শহরের চিত্রাপাড়ার মৃত মোন্ডা আলীর ছেলে রেজাউল করিম (৬০),  সদরের হিসমী দক্ষিণপাড়ার মৃত মানিক হোসেনের ছেলে রমজান (৩৬), কুঠিবাড়ীর শরিফুল ইসলামের ছেলে আ. লতিফ (২৯), আক্কেলপুরের চকবিলা গ্রামের নজরুল ইসলামের ছেলে সাজু (২৬), নওগাঁর রানীগগরের বিজয়কান্ডির গ্রামের গোড়া মিয়ার ছেলে বাবুল (৫৫)। 

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, এ ব্যাপারে ঘটনাস্থলে গিয়েছি। ফায়ার সার্ভিস ও  সংশ্লিষ্টরা উদ্ধার কাজ করছে। রেলওয়ের জিআরপি পুলিশকে অবগত করা হয়েছে। তারাও ঘটনাস্থলে এসেছে। তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে। রেলওয়ের জিআরপি পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। স্থানীয় পুলিশ, প্রশাসন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ