Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ১৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:৩২, ১৯ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর সেই ভাস্কর্যের মেরামত শুরু

সংগৃহীত

সংগৃহীত

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে মাদরাসা শিক্ষার্থীদের হাতুড়ির আঘাতে ভেঙে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাস্কর্য মেরামত শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে কাজ শুরু হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম।

তিনি বলেন, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটির মেরামত শুরু হয়েছে। মেরামত শেষে বোঝা যাবে সেখানে পুরোনো ভাস্কর্য থাকবে নাকি নতুন একটি ভাস্কর্য বসানো হবে। কোনো ত্রুটি থাকলে ভাস্কর্যটি সেখানে রাখবে না পৌর কর্তৃপক্ষ।

ভাস্কর্যটি মেরামত করছেন ভাস্কর মাহবুব জামাল শামীম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত জায়গাগুলো সমান করে সিমেন্ট ও পাথর লাগিয়ে আগের মতো করার চেষ্টা করছি। ৪-৫ দিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটি মেরামতের কাজ শেষ হবে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাতের আঁধারে হাতুড়ি দিয়ে পিটিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলে দুই মাদরাসাছাত্র। ওই ঘটনায় মামলা হলে জড়িত দুই মাদরাসাছাত্র ও দুই শিক্ষকে গ্রেফতার করা হয়। তারা দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ