Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ২২ ডিসেম্বর ২০২০

সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাঙালির মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছেন এক বাঙালি নারী। সীমান্ত হত্যা নিয়ে আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি বক্তব্যের মাঝেই সীমান্তে আরেক বাঙালিকে হত্যা করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সাহরন হালদার (৪৫)। তিনি খুলনা জেলার বাসিন্দা। খবর আনন্দবাজার

বিএসএফ সূত্র দিয়ে আনন্দবাজারের খবরে লেখা হয়েছে, নদীয়ার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় কাঁটাতার কেটে ভারতের ঢোকার চেষ্টা করছিল বেশ কয়েকজন। বিষয়টি নজরে আসার পর বিএসএফ শূন্যে গুলি চালিয়ে তাদের সতর্ক করে। তবে ফাঁকা গুলিতে তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালায় বিএসএফ।

পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় এক নারী পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে বগুলা হাসপাতাল ও পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

'সীমান্ত হত্যা আগের থেকে কমেছে'

এদিকে সোমবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় বিএনপিকে সীমান্ত হত্যার কথা স্মরণ করিয়ে লাল ব্যাজ ধারণ করতে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সীমান্ত হত্যা বন্ধের নামে কালো ব্যাজ ধারণ করার কথা বলছে। বিএনপিকে অনুরোধ জানাবো, তারা যখন ক্ষমতায় ছিলেন, তখন সীমান্ত হত্যা কি পরিমাণ ছিল আর এখন কোন পর্যায়ে আছে, সেই পরিসংখ্যানটা একটু খতিয়ে দেখার জন্য। তাদের আমল থেকে সীমান্ত হত্যা এখন অনেক কমিয়ে আনা হয়েছে, কমে এসেছে।’


বাংলাদেশ-ভারত সীমান্তে ২০২০ সালের ১১ মাসে প্রাণ হারিয়েছেন মোট ৪১ জন বাংলাদেশী বেসামরিক নাগরিক। 'সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে' সীমান্তে এমন হত্যাকাণ্ড ঘটছে বলে মত বিএনপির।

সীমান্তে বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে সোমবার কেন্দ্রীয়সহ মহানগর ও জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সীমান্তে হত্যাকান্ডের জন্য বরাবরই "সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে" দায়ী করে আসছে দলটি।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ