Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ২২ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:১৫, ২২ ডিসেম্বর ২০২০

ট্রেন লাইনচ্যুত, উত্তরের ৫ জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরের ৫ জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পার্বতীপুরের ফুলবাড়ি রেলগেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, মঙ্গলবার সকালে মালবাহী ট্রেন ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত রেললাইন সঠিকভাবে মেরামত না করায় একইস্থানে রূপসা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

পার্বতীপুর রেল স্টেশন মাস্টার জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ফলে ঢাকা, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ আছে।

তিনি বলেন, রূপসা ট্রেনটি উদ্ধারের জন্য পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করবে। কবে নাগাদ লাইন ঠিক হবে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ