Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ২৩ ডিসেম্বর ২০২০

ছেঁড়াদ্বীপে ট্রলার জব্দ,২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিয়ানমার থেকে আসা একটি ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। সেসময় ট্রলারটি জব্দ করা হলেও পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি তারা।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণে ইয়াবাসহ  ট্রলারটি জব্দ করা হয় ।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, ‘মিয়ানমার থেকে সাগর পথে কক্সবাজারের সেন্টমার্টিন হয়ে ইয়াবার চালান পাচার হচ্ছে এমন খবরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করলে পাচারকারীরা ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এসময় ট্রলারটিও জব্দ করা হয়।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মাহমুদ জানান, ট্রলারটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পলিথিন মোড়ানো বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে পাওয়া যায় ২ লাখ ৭০ হাজার ইয়াবা। উদ্ধার করা এসব ইয়াবা ও ট্রলারটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ