জেলা প্রতিনিধি
আপডেট: ১৮:২৬, ২৩ ডিসেম্বর ২০২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

ফাইল ছবি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসুদেব বিশ্বাস (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এতে গুরতর আহত হয়েছেন একই স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন সরদার (৫০)। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে ।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুল শিক্ষক বাসুদেব বিশ্বাস উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আহত বাবুল হোসেন সরদার রাজিহার এলাকার হাকিম সরদারের ছেলে। তিনি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক।
ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের বই উত্তোলন করেন রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন সরদার ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস। এরপর ভ্যানে করে ওই বই পাঠিয়ে দিয়ে মোটরসাইকেলে করে তারা স্কুলে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন বাসুদেব বিশ্বাস।
তিনি আরও জানান, আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মোটরসাইকেল চালক বাসুদেব বিশ্বাস ও আরোহী বাবুল হোসেন সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর শিক্ষক বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বাবুল হোসেন সরদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এসআই আলী হোসেন জানান, ঘটনার পর পরই ট্রাকটি দ্রুত চালিয়ে চলে যায়। ওই ট্রাকের নম্বর ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন