কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২১:১৬, ২৩ ডিসেম্বর ২০২০
জেলা পরিষদের ডাকবাংলোতে মিলল অফিস সহকারীর ঝুলন্ত লাশ

কক্সবাজার জেলা পরিষদের ডাকবাংলো
অফিস সহকারী আয়ুব আলী (৩৭)। প্রতিদিনের মতো বুধবার সকালে অফিসে এসেছিলেন তিনি। কিন্তু বিকেলের দিকে জেলা পরিষদের ডাকবাংলোতে পাওয়া গেলো আয়ুব আলীর ঝুলন্ত মরদেহ।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টার কক্সবাজার জেলা পরিষদের ডাকবাংলোর ১৯ নম্বর কক্ষ থেকে আয়ুব আলীর মরদেহ উদ্ধার করা হয়।
আয়ুব আলী চকরিয়া উপজেলার হরিয়াঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে। তিনি জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউলের অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
ডাক বাংলোর কেয়ারটেকার জাফর বলেন, বুধবার দুপুর সোয়া ১টার দিকে আমার কাছ থেকে চাবি নিয়ে রুমে যায় আয়ুব। পরে অনেকক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখে প্রবেশ করি। তখন তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
আয়ুবের স্ত্রী মমতাজ বেগম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও শহরের বাহারছড়ার বাসায় ছিলেন তিনি। বেলা ১১টার দিকেও বাসায় যায়। সেখান থেকে অফিসে এসেছে। পরে দুপুর ২টার দিকে ডাকবাংলোর স্টাফ জাফর ফোন করে বলেন চিফ রেজাউল আমাকে ডেকেছে। পৌনে ৪টার দিকে ১৯ নম্বর কক্ষে আমার স্বামীর লাশ দেখতে পেয়েছি।
তিনি অভিযোগ করে বলেন, দিনে দুপুরে একটা মানুষ কী করে আত্মহত্যা করতে পারে? তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় তিনি স্বামী হত্যার বিচারও দাবি করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মোশাররফ হোসেনকে পাঠানো হয়। এসআই জানিয়েছেন, ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যবে এটি হত্যা না আত্মহত্যা।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন