Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৬, ২৪ ডিসেম্বর ২০২০

৩ দিন পর মাঝির লাশ পাওয়া গেল

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর আবু হানিফ (৬০) নামের এক মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেস্বর) দুপুরে উপজেলার বিশনন্দী বাজারের মেঘনা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু হানিফ নরসিংদীর মাধবদী থানার চর ভাসানিয়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার খাগকান্দার নৌ-পুলিশ ফাড়িঁর ভারপ্রাপ্ত কর্মকর্তাআ (ওসি) ইন্সপেক্টর আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আবু হানিফের নৌকা ভাড়া নিয়ে দুই লোক বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর একটি ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরীদল কাজ করলেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার লাশ ভেসে উঠে।

তিনি আরও জানান, আবু হানিফের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনিউজ/বিএম


 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ