Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ২৪ ডিসেম্বর ২০২০

শ্বশুরের দায়ের করা যৌতুক মামলায় কারাগারে জামাই

ফাইল ছবি

ফাইল ছবি

ফেনীতে শ্বশুরের দায়ের করা যৌতুক মামলায় জামাইয়ের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

মামলা দায়েরের তিন মাসের মধ্যেই রায় ঘোষণা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নির্যাতিত গৃহবধূ।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ আবুল হোসেন জানান, চলতি বছরের ২৭ এপ্রিল ফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর কোরবানপুর গ্রামের শাহ জালালের মেয়ে বিউটি আক্তারকে বিয়ে করেন একই উপজেলার লতিফপুর গ্রামের মধু মিয়ার ছেলে মো. মোজাম্মেল হোসেন মানিক।

যৌতুকের জন্য বিয়ের পর থেকেই গৃহবধূকে নির্যাতন করা হতো। ২৮ আগস্ট ৮ লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূকে ঘরে আটকে রাখেন স্বামী ও তার পরিবার। খবর পেয়ে বিউটির বাবা শাহ জালাল মামলা করে মেয়েকে উদ্ধার করেন। পরে তিনি যৌতুক আইনে ২৭ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় চারজনের সাক্ষ্য নেয়া শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে স্বামী মানিকের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, আসামি মানিক আপস মীমাংসার শর্তে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ