Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৪৫, ২৪ ডিসেম্বর ২০২০

পুত্রবধূর যন্ত্রণায় শাশুড়ির আত্মহত্যা

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে অনিতা শিকদার (৬৩) এক বৃদ্ধা শাশুড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত অনিতা শিকদার উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের ভূগোল বিভাগের প্রভাষক সঞ্জয় শিকদারের মা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার নবগ্রামের বৃদ্ধা অনিতা শিকদারের স্বামী প্রায়াত হাওলাধর শিকদারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান নিয়ে বুধবার তার পুত্রবধূ বিথিকা দত্তের বাড়িতে বসে কয়েক দফা কথা কাটাকাটি হয়। এছাড়া প্রায়ই পুত্রবধূর সঙ্গে তার কথা কাটাকাটি,ঝগড়া হতো। এতে মানসিক যন্ত্রণায় ভুগতেন তিনি। এ কারণে বৃহস্পতিবার ভোরে নিজ ঘরের পেছনের একটি ডুমুর গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অনিতা শিকদার। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।

এ বিষয়ে পুত্রবধূ বিথিকা দত্ত বলেন, ‘কী কারণে আত্মহত্যা করেছে আমি জানি না। আমি নিজ ঘরে ঘুমিয়ে ছিলাম।’ তবে নিহতের ছেলে প্রভাষক সঞ্জয় শিকদার বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমার মা আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ‘খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে শুনেছি পারিবারিক বিষয় নিয়ে তিনি নাকি আত্মহত্যা করেছেন।’

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ