Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ০০:৪৩, ২৫ ডিসেম্বর ২০২০

মাগুরায় ভাড়াটিয়ার আলমারিতে পাওয়া গেল ৩০ লাখ টাকার হেরোইন

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরায় এক যুবককে ৩০ লাখ টাকার হেরোইনসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরের কলেজ পাড়ায় সরকারি কলেজের সাবেক এক অধ্যক্ষের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মাহমুদুর রহমান রিগ্যানের (৩৭) ঘর থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। রিগ্যান শহরের সাহা পাড়া এলাকার মর্জি এলাহির ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ পাড়া এলাকায় মাগুরা সরকারি কলেজের সাবেক এক অধ্যক্ষের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে ভাড়াটিয়া মাহমুদুর রহমান রিগ্যানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার আলমারি থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

আটক রিগ্যানের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন এ কর্মকর্তা।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ