জেলা প্রতিনিধি
বদলগাছীতে বেইলি সেতুর পাটাতন দেবে গেছে, ভোগান্তিতে মানুষ

সংগৃহীত ছবি
নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণুপুরে খালের ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন দেবে গেছে। বদলগাছী-আক্কেলপুর সড়কের সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় ব্যক্তিরা আশঙ্কা করছেন।
গত বুধবার সকালে গিয়ে দেখা যায়, বেইলি সেতুর মাঝখানের পাটাতনের কিছু অংশ দেবে গেছে। সেতুর একপাশ দিয়ে যানবাহন চলাচল করছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বেইলি সেতুটি অনেক পুরোনো। অনেক আগেই সেতুর পাটাতনের বিভিন্ন স্থানে ভেঙে গিয়েছিল। পাটাতনের ভাঙা স্থানে জোড়াতালি দেওয়া হয়েছিল। এক সপ্তাহ আগে সেতুর পাটাতনের কিছু অংশ দেবে যায়। যানবাহন ও পথচারীরা সেতুর একপাশ দিয়ে চলাচল করছে। সেতুর নাটবল্টুও ঢিলা হয়ে গেছে। সেতুটি পারাপারের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভ্যানচালক আশরাফুল ইসলাম বলেন, সেতুর পাটাতনের বিভিন্ন স্থানে ঝালাইয়ের জোড়া খুলে ফাঁক হয়ে আছে। সেতুর ওপর দিয়ে ভ্যান নিয়ে যেতে ভয় লাগে।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম বলেন, সেতুটি অনেক আগের। এতে সেতুটি দুর্বল হয়েছে পড়েছে। কিছুদিন পরপরই সেতুর পাটাতনের বিভিন্ন স্থান দেবে ও ভেঙে যায়। সেখানে বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু দরকার।
আধাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, এলাকায় যাতায়াতে বেইলি সেতুটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন সেতুটি দিয়ে রিকশা, ভ্যান, ট্রাক, বাসসহ অসংখ্য যানবাহন চলাচল করে। সেতুটির পাটাতন দেবে যাওয়ার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সেতুটি দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে।
নওগাঁ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন,‘বিষ্ণুপুরে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার বিষয়টি আমি জানি। বৃহস্পতিবার সেতুটি মেরামতের জন্য শ্রমিক পাঠানো হয়েছ। আজ শুক্রবার মেরামতের কাজ শেষ হবে বলে আমা করছি।’
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন