Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

সাভার সংবাদদাতা

প্রকাশিত: ১৭:১২, ২৫ ডিসেম্বর ২০২০

সাভারে দুই জেএমবি সদস্য আটক

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। 

আজ (শুক্রবার) বিকেলে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন। আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

আটকরা হলো- রাজবাড়ী সদর উপজেলার নিজপাড়া গ্রামের আহসান (২৭) ও ঠাকুরগাঁও জেলার আব্দুস সাত্তারের ছেলে আলমগীর (২৮)।

এদের মধ্যে আহসান সাভারের ওলাইল এলাকায় থাকতেন।  তাদের কাছ থেকে জিহাদি বই জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে ঢাকার মুখ্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ