Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ২৫ ডিসেম্বর ২০২০

নড়াইলে প্রতারক চক্রের ২০ সদস্য গ্রেফতার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নড়াইলে ডিবি ও থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা প্রতারক চক্রের এক সদস্যসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

পুলিশ সুপার জানান, ২৪ ডিসেম্বর রাতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা আবু হেলাল আল মামুনকে যশোর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে। তিনি লোহাগড়া উপজেলার চরমল্লিকপুরের মৃত মুজিবর শেখের ছেলে। তার বিরুদ্ধে নড়াইলসহ চুয়াডাঙ্গা, কুমিল্লা ও গাজীপুরে একটি সাজা গ্রেফতারি পরোয়ানা ও ৯টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এছাড়াও নড়াইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নড়াইল সদর থানার দুই, লোহাগড়ায় পাঁচ, কালিয়ায় পাঁচ ও নড়াগাতি থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
 

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ