Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ২৫ ডিসেম্বর ২০২০

১০০ বলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ময়মনসিংহ রাইডার্স

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১০০ বলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ময়মনসিংহ রাইডার্স। ২০২০ সালের ফাইনালে আট উইকেটে হারিয়েছে থান্ডারকে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ১০০ বলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টস হেরে ব্যাট করতে নামে ময়মনসিংহ থান্ডার। তারা ৯ উইকেটে সংগ্রহ করেন ১১৬ রান। তিনটি করে উইকেট নেন রনি ও স্বাধীন। জবাবে উড়ন্ত সূচনা করেন রাইডার্সের দুই ওপেনার উত্তম ও মনির। ৫৫ রানের জুটি বাঁধেন তারা। ২ বলের ব্যবধানে দুজন আউট হলেও সাব্বির রহমান ও আল আমিন জুনিয়র দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাব্বির ৩৭ ও আল আমিন ২৩ রানে অপরাজিত ছিলেন। আট বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাইডার্স।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, র‌্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল ইফতেখার আহমেদ চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ, ওয়ালটনের নির্বাহী পরিচালক মিল্টন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ