Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ২৫ ডিসেম্বর ২০২০

সাউন্ড বক্সের ভেতরে মিলল ৮ কেজি গাঁজা

ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রাম সদরের কেতার মোড় এলাকায় একটি গাড়িতে তল্লাশি করে সাউন্ড বক্সের ভেতর থেকে আট কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। অভিযুক্তরা হলেন- ফুলবাড়ী উপজেলার বালাবাড়ী এলাকার অনন্তপুর গ্রামের আবুল কালাম (৪০) ও একই গ্রামের ইব্রাহীম (৩৬)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ী থেকে আসা উলিপুরগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি সাউন্ড বক্সের ভেতর থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুর রহমান।

তিনি জানান, গ্রেফতার দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের মধ্যে আবুল কালামের নামে এর আগেও মাদক আইনে দুটি মামলা রয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ