জেলা প্রতিনিধি
আপডেট: ১২:৪৬, ২৬ ডিসেম্বর ২০২০
ব্রিজের রেলিং থেকে পানিতে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী চিত্র
গোপালগঞ্জ উলপুর ব্রিজের রেলিং থেকে পড়ে মোরাদ শেখ (২২) নামের এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন। প্রায় ১৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল দশটার দিকে খুলনা থেকে আসা উদ্ধারকারী ডুবুরী দল মোরাদ শেখের লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে মোরাদ ব্রিজ থেকে পড়ে যায়।
মোরাদ শেখ গোপালগঞ্জের সদর উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে। তিনি উলপুর বাজারের রাসেল শেখের ওয়ার্কশপের একজন শ্রমিক।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোরাদ কয়েকজন বন্ধুর সঙ্গে ব্রিজের রেলিং-এর উপর বসে গল্প করার সময় হঠাৎ রেলিং থেকে পড়ে পানিতে তলিয়ে যান। রাতে স্থানীয় ফায়ারসার্ভিস এর উদ্ধারকারী দল তাকে খুঁজে পেতে ব্যর্থ হলে শনিবার সকালে খুলনা থেকে ডুবুরীদলের আসার কথা জানিয়ে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়।
তিনি আরও জানান, সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু হলে সকাল ১০টা নাগাদ ঘটনাস্থলের প্রায় ১০০ গজের মধ্যে লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন