জামালপুর প্রতিনিধি
রোগীর মৃত্যুতে হাসপাতালে সংঘর্ষ

সংগৃহীত ছবি
জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজন ও ডাক্তারদের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় আওয়ামী লীগ নেতা, ডাক্তারসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এই ঘটনায় ইন্টার্নি ডাক্তারসহ আট জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। মৃত করিমন নেছা (৫৫) পৌর শহরের ইকবালপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, পৌর শহরের ইকবালপুর আহলে হাদিস জামে মসজিদে নামাজ আদায় করতে আসা করিমন দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে আহত হন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রোগীকে মহিলা ওয়ার্ডে নিলে সেখানে অক্সিজেন না থাকায় পুনরায় রোগীকে নিচের তলার জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক আসতে দেরি হওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এই সময় রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ও ইন্টার্নি ডাক্তারদের তর্ক হয়। এক পর্যায়ে নিহতের স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে।
পরে স্বজনরা লাশ নিয়ে ফেরার পথে ইন্টার্নি ডাক্তাররা মৃত করিমন নেছার মেয়ের জামাই ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়ার ম্যানেজার এবং পৌর শহরের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের ওপর হামলা চালায়। একটি মোটরসাইকেলে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজন ডাক্তারসহ আট জন ইন্টার্নি ডাক্তারকে আটক করে।
নিহতের মেয়ের জামাতা সাইদুর রহমানের অভিযোগ, জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাব ও কর্তব্যরত ডাক্তারদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে রোগীর মৃত্যু হয়েছে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিরঞ্জীব সরকার জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। ভর্তির সময় রোগীর অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। কিন্তু স্বজনরা রোগীকে ওয়ার্ডে নিয়ে যায়। সেই ওয়ার্ডে অক্সিজেন সাপ্লাই না থাকায় রোগীকে আবার নিচে নিয়ে এসে স্বজনরা হট্টগোল করে। এই সময় রোগীর স্বজনরা জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করে এবং ডাক্তারদের লাঞ্ছিত করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার ও রোগীর স্বজনদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট জনকে আটক করা হয়েছে। হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় কোনও মামলা হয়নি।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন