চুয়াডাঙ্গা প্রতিনিধি
নিখোঁজের এক সপ্তাহ পর যুবকের লাশ উদ্ধার

ফাইল ছবি
চুয়াডাঙ্গায় নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর সাকিব হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের পার্শ্ববর্তী মকবুল হোসেনের আম বাগান থেকে সাকিব হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথা, মুখ ও হাতসহ একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এর আগে গত ১৯ ডিসেম্বর নিখোঁজ হন সাকিব হোসেন।
গ্রামবাসী ও পুলিশ জানায়, যদুপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সাকিব হোসেন ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় বাড়ি থেকে নিখোঁজ হন। শনিবার দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মকবুল হোসেনের আম বাগানে সাকিবের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দর্শনা মডেল থানা পুলিশের সদস্যরা দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে।
দর্শনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান কাজল বলেন, ‘সাকিব হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন ব্যস্ত রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন