Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ২৬ ডিসেম্বর ২০২০

ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় ছাদ থেকে পড়ে বাপ্পি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

এর আগে শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার দুইতলা ভবনের ছাদে খেলার সময় পড়ে গিয়ে শিশুটি গুরুতর আহত হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুল ইসলাম মজুর ভবনের ছাদের চারপাশে কোনো বেষ্টনী নেই। নিহত শিশুটি মজুর পাশের বাড়ির ভাড়াটিয়া রিপনের ছেলে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় অবগত করা হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ