Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ২৬ ডিসেম্বর ২০২০

ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ঢাকাগামী আরেকটি ট্রেন প্রায় এক ঘণ্টা ওই এলাকায় থেমে থাকে।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহতরা হলেন- ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা এনামুল হক (৩৫) ও আফরোজা আক্তার (৩০)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এএসআই সানু মং মারমা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে ওই দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে রেললাইনের ওপর মরদেহ দুটি পড়ে থাকায় এবং মানুষের ভিড় থাকায় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা সেখানে থেমে থাকে। পরে মরদেহগুলো রেলপথ থেকে সরানোর পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলেও জানান এএসআই সানু মং মারমা।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ