নিজস্ব প্রতিবেদক
ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ঢাকাগামী আরেকটি ট্রেন প্রায় এক ঘণ্টা ওই এলাকায় থেমে থাকে।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহতরা হলেন- ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা এনামুল হক (৩৫) ও আফরোজা আক্তার (৩০)।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এএসআই সানু মং মারমা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে ওই দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে রেললাইনের ওপর মরদেহ দুটি পড়ে থাকায় এবং মানুষের ভিড় থাকায় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা সেখানে থেমে থাকে। পরে মরদেহগুলো রেলপথ থেকে সরানোর পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলেও জানান এএসআই সানু মং মারমা।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন