Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৮, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৮:০৯, ২৭ ডিসেম্বর ২০২০

আবারও নৌকার টিকিট পেলেন সেলিম

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে সব কল্পনার অবসান ঘটিয়ে খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে আবারও নৌকার প্রার্থী হলেন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।

এ সভায় মেয়র সেলিম জাহাঙ্গীরকে পুনরায় নৌকা প্রতীকের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

এদিকে, সেলিম জাহাঙ্গীরকে নৌকার প্রার্থী মনোনীত করায় নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। খবর পাওয়ার পর এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, বিগত দুটি নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে মেয়র সেলিম জাহাঙ্গীর টানা দুইবার মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ