Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ২৭ ডিসেম্বর ২০২০

হাজীগঞ্জে নৌকার টিকিট পেলেন মাহবুব-উল আলম লিপন

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৩০ জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জ অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। এ নির্বাচনের মধ্যে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে মাহবুব-উল আলম লিপনকে চূড়ান্ত করা হয়।

এর আগে হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদে মনোনয়ন ফরম জমা দেন মোট ১২ জন প্রার্থী।

মনোনয়ন পেয়ে আ স ম মাহবুব-উল আলম লিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর ভরসা রেখে দ্বিতীয়বারের মতো হাজীগঞ্জ পৌর নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস আগামী ৩০ জানুয়ারি পৌরবাসী নৌকা প্রতীকে আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। তিন তারিখ প্রার্থিতা যাচাই-বাছাইয়ের শেষ দিন এবং ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ