Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:০৫, ২৭ ডিসেম্বর ২০২০

ভুল ইনজেকশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ, বিচার দাবি

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর বেসরকারি মেট্রো হাসপাতালে ভুল ইনজেকশন দেয়ার কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যপী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নিহত শিশুর পরিবার ও স্থানীয় কয়েক শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় নিহত নবজাতকের বাবা অলি উল্যাহ অভিযোগ করে বলেন, গত ২১ ডিসেম্বর সকালে ওই হাসপাতালে তার স্ত্রীকে ভর্তি করেন। দুপুরে স্বাভাবিকভাবে তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ একটি সন্তানের জন্ম দেন। হঠাৎ সন্ধ্যায় ডাক্তার মাহবুবুর রহমানের নির্দেশনায় ডাক্তার হরি নারায়ন দেবনাথ তার সন্তানকে একটি ইনজেকশন দেন।

এ সময় তারা ইনজেকশন দিতে বাধা দিলেও হাসপাতালের নার্সরা জোরপূর্বক ইনজেকশন দেন। ইনজেকশন দেয়ার কয়েক মিনিটের মধ্যে বাচ্চার শরীরে কাঁপুনি দিয়ে নিথর হয়ে পড়ে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে বললে উল্টো তারা অভিভাবকদের গায়ে হাত তোলেন।

এ বিষয়ে সিভিল সার্জন ও পুলিশ প্রশাসনকে অবহিত করলেও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে মানববন্ধন সমাবেশ করেন পরিবারের সদস্য এবং স্থানীয়রা। তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিচার দাবি করেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ