নোয়াখালী প্রতিনিধি
আপডেট: ১৭:০৫, ২৭ ডিসেম্বর ২০২০
ভুল ইনজেকশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ, বিচার দাবি

সংগৃহীত ছবি
নোয়াখালীর বেসরকারি মেট্রো হাসপাতালে ভুল ইনজেকশন দেয়ার কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যপী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নিহত শিশুর পরিবার ও স্থানীয় কয়েক শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় নিহত নবজাতকের বাবা অলি উল্যাহ অভিযোগ করে বলেন, গত ২১ ডিসেম্বর সকালে ওই হাসপাতালে তার স্ত্রীকে ভর্তি করেন। দুপুরে স্বাভাবিকভাবে তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ একটি সন্তানের জন্ম দেন। হঠাৎ সন্ধ্যায় ডাক্তার মাহবুবুর রহমানের নির্দেশনায় ডাক্তার হরি নারায়ন দেবনাথ তার সন্তানকে একটি ইনজেকশন দেন।
এ সময় তারা ইনজেকশন দিতে বাধা দিলেও হাসপাতালের নার্সরা জোরপূর্বক ইনজেকশন দেন। ইনজেকশন দেয়ার কয়েক মিনিটের মধ্যে বাচ্চার শরীরে কাঁপুনি দিয়ে নিথর হয়ে পড়ে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে বললে উল্টো তারা অভিভাবকদের গায়ে হাত তোলেন।
এ বিষয়ে সিভিল সার্জন ও পুলিশ প্রশাসনকে অবহিত করলেও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে মানববন্ধন সমাবেশ করেন পরিবারের সদস্য এবং স্থানীয়রা। তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিচার দাবি করেন।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন