Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ২৭ ডিসেম্বর ২০২০

১০ হাজার মানুষকে ভোগাচ্ছে মাত্র ২ কিলোমিটার সড়ক

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গি-আড়িয়া গোহালবাড়ি এলাকার দুই কিলোমিটার ভাঙা সড়ক সংস্কার না করার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ১০ হাজার মানুষ। এই দুই কিলোমিটার সড়কে প্রায় এক যুগ ধরে সংস্কার না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ইউনিয়ন পরিষদ বা স্থানীয় প্রকৌশল অধিদফতরে আবেদন করেও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন ওই এলাকার ৫-৬ গ্রামের মানুষ।

বছরের পর বছর সংস্কারহীন থাকায় বালিয়াডাঙ্গি-আড়িয়া গোহালবাড়ির দুই কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী হলেও এ সড়ক দিয়েই বালিয়াডাঙ্গি, আড়িয়া গোহালবাড়ি, জোতকাকুরিয়া, ভাদুর ডাঙা, দীঘিরপাড়াসহ ৫-৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করে। উপজেলা সদরে যেতে যোগাযোগের এটি একমাত্র সড়ক।

বালিয়াডাঙ্গি গ্রামের আশরাফুল হক জানান, প্রায় এক যুগেরও বেশি সময় আগে বালিয়াডাঙ্গি-আড়িয়া গোহালবাড়ি সড়কটি পাকা করতে টেন্ডার আহ্বান করা হয়। ঠিকাদার সড়কে শুধু বালু আর খোয়া দিয়ে কোনো রকমে ‘কমপ্রেস’করে চলে যান। তাঁরপর থেকে সড়কটি আর সংস্কারের মুখ দেখেনি। এখন এ সড়কে খোয়া (ইটের টুকরা) পর্যন্ত উঠে গেছে। সামান্য বৃষ্টিতেই কাদায় ধান ক্ষেতের মতো অবস্থা হয়ে যায়।

আড়িয়া গোহালবাড়ির গ্রামের আবু কালাম জানান, রাস্তা ভাঙা তাই দ্বিগুণ ভাড়া দিলেও কোনো যানবাহন যেতে চায় না। দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার চান তিনি।

চরতারাপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বালিয়াডাঙ্গি গ্রামের আনিসুর রহমান জানান, এটা এলজিডির আওতাধীন সড়ক। মাটি ফেলা ছাড়া ইউনিয়ন পরিষদের কোনো বাজেট থাকে না।

পাবনা সদর উপজেলা প্রকৌশলী বাচ্চু মিয়া জানান, উপজেলা প্রকৌশল অধিদফতর রাস্তাটি সার্ভে করেছে। শিগগিরই সড়কটি সংস্কার হবে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ