কুড়িগ্রাম প্রতিনিধি
ভারতীয় গরু চুরি, দুই বাংলাদেশি আটক

ফাইল ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু চুরির অপরাধে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কুটিচন্দ্রখানার চোত্তাবাড়ী সীমান্ত থেকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সিউটি-২ গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার লাল রঙের গাভীসহ বাছুর চুরি হয়।
গরু চুরি হওয়ার বিষয়ে সিউটি-২ ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানান ভারতীয় ওই গরুর মালিক।
পরে গরু চুরির বিষয়টি বিজিবিকে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সীমান্তবর্তী কুটিচন্দ্রখানার চোত্তাবাড়ী গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে এরশাদ আলী (৩৬) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে হাসান আলীর (২২) বাড়ি থেকে ভারতীয় গরু দুটি উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরা এরশাদ ও হাসানকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। তাদের রাত সাড়ে ১০টায় ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
আজ রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুটিচন্দ্রখানা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে চুরি হওয়া গরু দুটি বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। এ সময় বিজিরির পক্ষে নেতৃত্ব দেন কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাইনুল আহসান ও ভারতীয় সিউটি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর আর কে জোসি।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন